ষ্ট্রোক কি? এর লক্ষণ ও চিকিৎসা জেনে নিন

হার্টের করনারী আর্টারি ব্লক হয়ে গেলে হার্টের পেশী ঠিক মত চলতে পারে না। হার্ট অ্যাটাকে হার্টের কাজ বন্ধ হয়ে যেতে পারে। সেটা থেকে স্ট্রোক হতে পারে। ষ্ট্রোক হয় ব্রেনে। এটা আরো ভয়াবহ কারণ ব্রেনে রক্ত সঞ্চালনকারী ধমনীতে রক্ত জমে গেলে স্ট্রোক হয়। ফলশ্রুতিতে ব্রেন কার্যকারিতা হারাতে থাকে।

ষ্ট্রোক  এর প্রকারভেদ

ষ্ট্রোক চার প্রকার
1. সাকশন
2. কপ্রেশন
3. পাওয়ার
4. এ্যাগজষ্ট

ষ্ট্রোক গুলোর বর্ণনা

সাকশন ষ্টোকঃ সাকশন ষ্ট্রোকে পিষ্টন TDC হতে BDC এর দিকে নামিতে থাকে ফলে সিলিন্ডারের মধ্যে বায়ু শন্যতা বা ভ্যাকুয়ামের সৃষ্টি হয়। ফলে ইনটেক ভালভ্‌ দিয়ে সিলিন্ডারের এয়ার ফুয়েল মিক্সার প্রবেশ করে।
কম্প্রেশন ষ্ট্রোকঃ এই ষ্টোকে পিষ্টন BDC হতে TDC এর দিকে উঠতে থাকে। এই সময় ইনটেক ও এ্যাগজষ্ট ভালভ্‌ বন্ধ থাকে। এয়ার ফুয়েল মিক্সার সিলিন্ডার হইতে বাহির হইতে পারে না পিষ্টন যতই TDC তে যাইতে থাকে মিক্সার ততই সংকুচিত হইতে থাকে।

পাওয়ার ষ্ট্রোকঃ এই ষ্টোকে পিষ্টন TDC হইতে BDC তে যায়। কম্প্রেশন ষ্ট্রোকের শেষে স্পার্ক প্লাগের স্পার্কের ফলে এয়ার ফুয়েল মিক্সাকে বিস্ফোরন ঘটে প্রচন্ড তাপীয় শক্তির সৃষ্টি হয়। সিলিন্ডারের ভিতর পিষ্টনের উপর প্রচন্ড ধাক্কার সৃষ্টি ইয় এবং

পিষ্টন TDC হইতে BDC এর দিকে ধাবিত হয়। তখন উভয় ভাল্ব বন্ধ থাকে।
এ্যাগজষ্ট ষ্ট্রোকঃ পাওয়ার ষ্ট্রোক শেষে এ্যাগজষ্ট স্ট্রোক সংগঠিত হয়।পাওয়ার ষ্টোকের শেষে পিষ্টন BDC তে পৌছার ৪৫ডিগ্রী পূর্বে এ্যাগজষ্ট ভালভ্‌ খোলার সংগে সিলিন্ডারের সম্পূর্ণ পোড়া গ্যাস বাহির হয়ে যায়।

ষ্ট্রোক চেনার ৭ টি লক্ষণ

১/মস্তিষ্ক:

এক সাথে কয়েকটি লক্ষণের মাধ্যমে ষ্ট্রোক প্রকাশ পেতে পারে । ষ্ট্রোক হওয়া মানুষদের মধ্যে শতকরা পাঁচজনেরই হাত-পা অবশ বা মুখ বাকা হয়ে যেতে দেখা যায়। এমনটা ষ্ট্রোক শনাক্ত করার একটি মক্ষম লক্ষন, বলেন ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয় ক্লিনিকের নিউরোলজিস্ট প্রফেসার ডা. কর্নেলিউস ভাইলার।
২/কথা জড়িয়ে যাওয়া:

মস্তিষ%

Main Menu